গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা
বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা গ্লোবাল টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করেছেন রোববার (১৩ মার্চ)। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন জিটিভির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের ডিরেক্টর ছিলেন।
সব ধরনের সংবাদ মাধ্যমের সম্পাদক/প্রযোজ্য ক্ষেত্রে সম্পাদকীয় প্রধানদের নিয়ে গঠিত এডিটরস গিল্ড বাংলাদেশের যুগ্ম সম্পাদক তিনি। এছাড়াও বিবিসি মিডিয়া অ্যাকশনে এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে তিনি একুশে টেলিভিশন, আরটিভি, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ এবং এটিএন বাংলার নিউজ এডিটর, দ্য ফাইন্যানশিয়াল এক্সপ্রেসের অ্যাসিসটেন্ট এডিটর ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।
পিএসডি/এআর/এসএম