প্রবীণ সাংবাদিক মহিউদ্দিন আর নেই
প্রবীণ সাংবাদিক মহিউদ্দিন আহমেদ রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসভবনে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে তিনি মারা যান।
আজ (বুধবার) দুপুরে মহিউদ্দিন আহমেদের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় প্রেসক্লাবের সদস্য প্রবীণ এই সাংবাদিক ১৯৪৪ সালের ১৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। গত সেপ্টেম্বর মাস থেকেই তিনি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে গুণী এই সাংবাদিক স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে বনশ্রীর স্থানীয় কবরস্থানে মহিউদ্দিন আহমেদের দাফন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
পিএসডি/এইচকে