জাতীয় প্রেস ক্লাবের ২ দিনব্যাপী শিশু আনন্দমেলা শুরু
জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের ছেলেমেয়েদের জন্য দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শুরু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) এ আয়োজনের প্রথম দিনে বিভিন্ন বয়সী ছেলেমেয়ে এবং তাদের মেয়েদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ দিন সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া প্রতিযোগিতায় দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড় অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা। এছাড়া বেলা ১১টায় সদস্যদের স্ত্রীরা পিলোপাসিংয়ে অংশ নেয়।
শিশু আনন্দমেলা উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উদ্বোধনকালে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার সীমিত আকারে শিশু আনন্দমেলা শুরু করেছি। এ সময় তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন।
ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, শাহনাজ সিদ্দীকি সোমা, ভানু রঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ প্রমুখ।
শনিবার বিকেল ৩টা থেকে আনন্দমেলার দ্বিতীয় দিনে সদস্যদের ছেলেমেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সদস্যদের স্ত্রী ও মেয়েরা আলাদাভাবে (১৫-২১ বছর) লুডু প্রতিযোগিতা অংশ নেবেন। সর্বশেষ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে বিচিত্রানুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠান পরিচালনা করেন শিশু আনন্দমেলা আহ্বায়ক শাহনাজ বেগম পলি।
এসএসএইচ