ভালো আছেন ফরিদা ইয়াসমিন, চেয়েছেন দোয়া
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা ইয়াসমিনের ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘হাসপাতালের জানালা দিয়ে অস্তমিত সূর্য দেখা। বড় অদ্ভুত এ জীবন। কে কখন কোথায় থাকবে কেউ জানে না। তবুও কত অহংকার ক্ষুদ্র এ জীবন নিয়ে। জীবনের পরতে পরতে উপলব্ধি করেছি ভালবাসার শক্তি। মানুষের ভালবাসাই আমার জীবনের বড় অর্জন। আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, ফোন করছেন কিন্তু সব ফোন ধরতে পারছি না সবাইকে বলছি- আপনাদের ভালবাসাই আমার বেঁচে থাকার শক্তি। আমি ভাল আছি। আপনাদের প্রার্থনায় যেন সবসময় থাকি।’
এর আগে আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তারপর ফ্যামিলিতে নানা বিপর্যয় ঘটে। নঈম (বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম) কোভিডে আক্রান্ত হয়। এক সময় সুস্থ হয়ে উঠে। আমার মা মারা যান। মাসখানেক আগে নঈম দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়। সুস্থ হয়েও উঠে। দুই বছর নিজকে সামলে রেখেছিলাম। কিন্তু ২০২২ এসে আর পারলাম না। কোভিড-১৯ ছাড়ল না। সবার কাছে দোয়া চাই।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ঢাকা পোস্টকে বলেন, করোনায় সংক্রমণ হওয়ার পর গত ২ জানুয়ারি থেকে ফরিদা ইয়াসমিন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
পিএসডি/এমএইচএস