মডেল-অভিনেত্রীদের সঙ্গে সময় কাটানোর ‘ভুয়া’ বিজ্ঞাপন দিত চক্রটি

মডেল-অভিনেত্রীদের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে— ওয়েবসাইটে এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে একটি চক্র। চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আটকরা হলেন, মো. মাসুম বিল্লাহ (২৮), বিউটি (৪২), সাবিনা আলম (৫০) ও মো. রুবেল (৩০)। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সিআইডি বলছে, চক্রের সদস্যরা বিডি মার্কেটিং টুয়েন্টিফোর নামে একটি ওয়েবসাইট খোলে। তাতে দেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ও ছবি ব্যবহার করে তাদের সঙ্গে অনৈতিক কর্মের প্রলোভন দেখায়। প্রলোভনে পড়ে যারা চক্রটির সঙ্গে যোগাযোগ করে, তাদের সাথে করা হয় প্রতারণা।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সিআইডি কার্যালয়ে চক্রটি সম্পর্কে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান থানা এলাকা থেকে চক্রটির চার সদস্যকে আটক করা হয়েছে। চক্রের সদস্যরা শহরের নামিদামি মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ও ছবি ব্যবহার করে মোবাইলে এসএমএস পাঠিয়ে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডের প্রলোভন দেখায়।
চক্রের অন্যতম সদস্য মাসুম বিল্লাহ বিডি মার্কেটিং টুয়েন্টিফোর নামে একটি ওয়েবসাইট ব্যবহার করে এসএমএসের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বসাধারণের মোবাইলে অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাব জানিয়ে এসএমএস পাঠান।
সিআইডির এ কর্মকর্তা বলেন, চক্রের সদস্যরা অসহায় তরুণীদের টার্গেট করে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। পরে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নানা প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআর/আরএইচ