ঢাবি সিনেটে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে কঠোর সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বেহাল দশা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সিনেট সদস্যরা। তারা মেডিকেল সেন্টারের আধুনিকায়নের ওপর জোর দিয়ে বক্তব্য পেশ করেন।
বৃহস্পতিবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে অংশ নিয়ে তারা এ আহ্বান জানান।
বিকেল ৩টা থেকে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত ও ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।
এসময় সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের অবস্থা খুবই করুণ। এটি যেন মশা-মাছির আবাসস্থল। ন্যূনতম চিকিৎসা নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এটির দিকে যত দ্রুত সম্ভব দৃষ্টি দেওয়া দরকার।
আরেক সিনেট সদস্য অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, কোভিড মহামারি আমাদের অনেক বাস্তবতা শিখিয়ে গেছে। এ বাস্তবতাকে মাথায় রেখে আমাদের মেডিকেল সেন্টারের দিকে মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার দ্রুত আধুনিকায়ন করতে হবে।
এছাড়া সিনেট সদস্য অধ্যাপক ড. শফিউল আলম ভুঁইয়া, অধ্যাপক ড. আব্দুর রহিমসহ বেশ কয়েকজন সিনেট সদস্য মেডিকেল সেন্টার আধুনিকায়নের ওপর জোর দিয়ে বক্তব্য পেশ করেন।
এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বারবার মেডিকেল সেন্টার আধুনিকায়নের বিষয়টি আসছে। এ বিষয়টি ভালোভাবেই আমাদের নজরে আছে। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটি মাস্টারপ্ল্যানে যুক্ত করেছি। মানসম্মত মেডিকেল সেন্টার স্থাপন বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ ক্যাম্পাস বিনির্মাণের পরিকল্পনা রয়েছে এ মাস্টারপ্ল্যানে।
এইচআর/এসএম