পূর্বাচলে গাড়ি আটকে চাঁদাবাজি, র্যাবের হাতে গ্রেপ্তার ভুয়া টিআই

ঢাকার অদূরে রূপগঞ্জ থানাধীন পূর্বাচলে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় র্যাব-১ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে রূপগঞ্জ থানাধীন পূর্বাচলের ৩০০ ফিট রোডের ৬ নং ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেসময় তিনি নিজেকে ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) দাবি করে রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহন থামিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশী ও টাকা দাবি করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে র্যা্ব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, সম্প্রতি অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা পুলিশ পরিচয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অপহরণ, ছিনতাই, ডাকাতি, হত্যা/খুনসহ নানাবিধ অপরাধ সংগঠিত করছে। চক্রের সদস্যরা নিজেদের পুলিশ সদস্য হিসেবে উপস্থাপন করতে পুলিশ মনোগ্রাম ক্যাপ, ওয়াকিটকি ব্যবহার, হ্যান্ডক্যাফ, আইডি কার্ড ও অস্ত্র বহন করে থাকে। নিজেদের বিশ্বাসযোগ্য করতে র্যাবের স্টিকার তৈরি করে মাইক্রোবাস/ বিভিন্ন মানানসই গাড়িতে ব্যবহারও করছে তারা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১ এর একটি দল পূর্বাচল ৩০০ ফিট রোডের ৬ নং ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকা থেকে মো. রুবেল আহমেদ নামে ওই ভুয়া টিআইকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার পিকা বাগানবাড়ির আব্দুল হালিম আহমেদের ছেলে।
গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি নেভী ব্লু ক্যাপ (পুলিশ মনোগ্রাম), ১ টি লেজার লাইট, ১টি মোটরসাইকেল, ১টি ভিসা কার্ড, ১টি লোহার রড, ৩টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়।
জেইউ/এনএফ