কাফরুলে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গ্রেপ্তার ৩

রাজধানীর কাফরুলের একটি মন্দিরের সেবায়ত পরীক্ষিত দাসের (৬৫) আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাফরুলে মন্দিরের সেবায়েতের আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।
ডিসি মো. ফারুক বলেন, আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
আরও পড়ুন : আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার
জানা যায়, চুরির অভিযোগ এনে পরীক্ষিত দাসকে নানাভাবে অপমান করেন মন্দির কমিটির লোকজন। অপমান ও লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেনে পরীক্ষিত। গত ১৬ আগস্ট কাফরুলের মন্দিরের ভেতরে আত্মহত্যা করেন তিনি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানার কল্যাণী এলাকায়।
গত ২২ আগস্ট নিহতের ছেলে ভক্ত দাস বাদী হয়ে কাফরুল থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার (৪৭), সাংগঠনিক সম্পাদক সুমন সাহা (৫৫) ও দপ্তর সম্পাদক বাদল সরকারকে (৩৫)।
এমএসি/এসএসএইচ