সিইসির রুটিন দায়িত্বে ইসি আহসান হাবিব

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম


সিইসির রুটিন দায়িত্বে ইসি আহসান হাবিব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপ-সচিব (সংস্থাপন-২) মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

কাজী হাবিবুল আউয়াল ১৩ সেপ্টেম্বর রাত থেকে জ্বরে আক্রান্ত। পরদিন নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা বা রোড ম্যাপ ঘোষণা করে। করোনায় আক্রান্ত হওয়ায় রোডম্যাপ ঘোষণাকালে তিনি অনুপস্থিত ছিলেন। সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সিইসি 

রিয়াজউদ্দিন বলেন, মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ পজিটিভ। 

বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এসআর/আরএইচ

Link copied