ঢাকায় ৩১ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৫

রাজধানীর শাহ আলী এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ, সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) র্যাব-৪ এর একটি দল রাজধানীর শাহআলী এবং ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ১৫.২ কেজি গাঁজা, ১৮০ বোতল ফেনসিডিল, ৪টি মোবাইল, ৪টি সিমকার্ডসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, মো. ইকবাল হোসেন (৩৬), মো. রুহুল আমিন (৩২) ও মো. মুজিবুল (৪৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল ক্রয় করে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রি করে আসছিল।
অন্যদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, সেলিনা আক্তার (৫৫) ও মুক্তা আক্তার (৩২)। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবত দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসকেডি