তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ অক্টোবর ২০২২, ০৯:২৫ পিএম


গত ১৫ বছর ধরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার(১ অক্টোবর) রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে আরও তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। এ সময় লুট করা স্বর্ণ, মোবাইল ফোন এবং অজ্ঞান করতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রোববার(২ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এসকেডি

Link copied