বিসর্জন ঘিরে ‘অন্য চিত্র’ ইছামতিতে

গতকাল সকালে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। এরপর বিকেলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
বিসর্জনের এই দিনটি কাঁটাতার, ভৌগলিক বিভাজন ভুলিয়ে দুই দেশের বাঙালিদের এক করে দেয়। পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে আর্ন্তজাতিক সীমানা নির্ধারণী ইছামতি নদীতে একসাথে প্রতিমা বিসর্জন করেন বাংলাদেশ-ভারতের সনাতন ধর্মাবলম্বীরা।
গতকাল বিসর্জন উপলক্ষে নানা প্রান্ত থেকে আসা বহু মানুষ ভিড় জমিয়েছিলেন ইছামতি নদীতে। নৌকায় প্রতিমা তুলে নদী বক্ষে চলে নৌকা নিয়ে প্রদর্শনী।
• আরও পড়ুন : পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ৭, নিখোঁজ বহু
ইছামতীতে দুর্গা প্রতিমা বিসর্জন দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ। ইছামতিতে প্রতিমা বিসর্জন ঘিরে দুই বাংলার মানুষের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। এবারেও দেখা গেল সেই চিত্র। নৌকা প্রদর্শনী ছিল দেখার মতো।
বিসর্জন ঘিরে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে সতর্ক ছিল দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। গোটা এলাকাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। ইছামতীর রাজবাড়ি ঘাট, ঘোষবাবুর, ঘাট, সৈয়দপুরের ঘাটে বাড়ানো হয় নিরাপত্তা।
• আরও পড়ুন : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ইছামতির মাঝ বরাবর টহল দিতে থাকে।
এনএফ
