রাজধানীতে ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজধানীর কোতয়ালী থানায় ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাবেক যুবদল নেতা মো. জর্জ মোল্লাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বংশাল থানায়ও একাধিক মামলা রয়েছে।
জানতে চাইলে কোতয়ালী থানার বাবু বাজার ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাজীব মিয়া ঢাকা পোস্টকে বলেন, বিএনপি জামায়াতের নাশকতা-বিশৃঙ্খলার ঘটনায় বিভিন্ন সময়ে কোতোয়ালী ও বংশাল থানায় মামলা হয়। শুধু কোতয়ালী থানায় তার নামে নাশকতার ১৫টি মামলা রয়েছে। এই ১৫ মামলাতেই তার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুল ইসলামের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা চালানো হয়। আজ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল (বুধবার) তাকে আদালতে তোলা হবে।
ওএফ