ডিএমপির ৭ থানায় নতুন ওসি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৩ পিএম


ডিএমপির ৭ থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতটি থানায় নতুন অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

সাতটি থানা হচ্ছে উত্তরা পশ্চিম, মিরপুর মডেল, ওয়ারী, ভাষানটেক, ভাটারা, বিমানবন্দর ও নিউমার্কেট থানা।

অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীনকে মিরপুর মডেল থানায়, মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমানকে ওয়ারী থানায়, ভাষানটেক থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাটারা থানায়, ডিএমপির লজিস্টিক বিভাগ বিভাগ ইন্সপেক্টর জানে আলম মুনশীকে ভাষানটেক থানার ওসি হিসেবে, ওয়ারী থানার ওসি মো. কবির হোসেন হাওলাদারকে গোয়েন্দা মতিঝিল বিভাগের ইন্সপেক্টর হিসেবে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ মাসুদ আলমকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে, দক্ষিণখান থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হককে বিমানবন্দর থানায় ওসি হিসেবে, বিমানবন্দর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে এবং নিউমার্কেট থানার ওসি মো. আব্দুল লতিফকে অপারেশন বিভাগে ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে।
 
বদলি হওয়া পুলিশ পরিদর্শকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

জেইউ/কেএ

Link copied