ডিএমপির ৪ থানার ওসিকে ডিবিতে বদলি

আসন্ন নির্বাচনে পুলিশের রদবদলের অংশ হিসেবে ডিএমপির ৫০ থানার ওসিকে বদলি করা হয়েছে। তবে বদলি থেকে ৪ থানার ওসিকে থানার পরিবর্তে গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী এক অফিস আদেশে এই বদলির আদেশ দেন।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন– বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার, দারুসসালাম থানার (ওসি) রকিব উল হোসেন, মিরপুর থানার (ওসি) মো. সাজ্জাদ রুমন ও বনানী থানার ওসি রাসেল সারোয়ার।
আরও পড়ুন
তাদের সবাইকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা।
এসএএ/বিআরইউ