জমকালো আয়োজনে শূন্য ব্যান্ডের ১৫ বছর পূর্তি উদযাপন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩২ এএম


জমকালো আয়োজনে শূন্য ব্যান্ডের ১৫ বছর পূর্তি উদযাপন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ১৫ বছর পূর্তি উদযাপন করল দেশের ব্যান্ডসংগীত ভুবনে তরুণদের অন্যতম পছন্দের রক ও পপ ধারার ব্যান্ড দল ‌‘শূন্য’৷ শূন্যের এ আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন দেশসেরা জনপ্রিয় একাধিক সংগীতশিল্পীরা। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ড্রিমকাস্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড এ আয়োজন করে। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট, যমুনা টিভি ও স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ডেইলি স্টার।

dhakapost

শূন্যের ১৫ বছর পূর্তিতে মঞ্চ মাতিয়ে রাখেন জনপ্রিয় সংগীতশিল্পী রিতু রাজ, শেখ ইশতিয়াক, এলিটা করিম, সারাহ আলম, মা'শা ইসলামসহ অনেকে। 

অনুষ্ঠানের প্রমোশনাল পার্টনার বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি, ইন্সট্রুমেন্ট পার্টনার ইয়ামাহা, বেভারেজ পার্টনার নেসক্যাফে বাংলাদেশ, মার্চেন্ডাইজার পার্টনার হেভি মেটাল টি-শার্ট, ফটোগ্রাফি পার্টনার আর্টল্যান্ড, হসপিটালিটি পার্টনার ইউ-এস বাংলা এয়ারলাইন্স, স্টুডিও পার্টনার মিলিয়ন ড্রিম সহ অল-ফ্যাক্টরি ক্লাব পার্টনার হিসেবে রয়েছে।

এমএম/এমএ

Link copied