পোল্যান্ডে জনবল পাঠানোর নামে নিজেই ছিলেন পালানোর চেষ্টায়

পোল্যান্ডে জনবল পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতকারী একটি প্রতারক চক্রের মূল হোতা সাইফুল ইসলাম পরাগকে (২৯) রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল রোববার রাতে সাইফুল ইসলাম পরাগকে গ্রেপ্তার করে। পরাগ দিনাজপুরের বিরামপুর পূর্বপাড়ার শহীদুল ইসলামের ছেলে।
লে. কর্নেল আরিফ বলেন, পরাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে অঙ্গীকার বিডি নামক একটি প্রতিষ্ঠানে ডিরেক্টর পদে চাকরির কথা জানিয়েছে। সে নিরীহ লোকজনকে পোল্যন্ডসহ বিভিন্ন রাষ্ট্রে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করেছেন।
র্যাব আরও জানিয়েছে, পরাগ ও তার এক বন্ধু মিলে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সেই টাকায় তারা নিজেরাই পোল্যান্ডে পাড়ি জমানোর বন্দোবস্ত করেন। ইতোমধ্যে তার সহযোগী বন্ধু পোল্যান্ডে পাড়িও জমিয়েছেন। কিন্তু তার ভিসা পেতে দেরি হওয়ায় অপেক্ষা করছিলেন। এরমধ্যেই অভিযোগের ভিত্তিতে গতরাতে তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/এনএফ