টাকা-ফলমূলসহ বৃদ্ধা জবেদাকে মেয়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৮ পিএম


টাকা-ফলমূলসহ বৃদ্ধা জবেদাকে মেয়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ের মমতাজ বেকারির সামনে থেকে উদ্ধার হওয়া বৃদ্ধা জবেদা খাতুনকে টাকা ও ফলমূলসহ মেয়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

উদ্ধার বৃদ্ধার নাম জবেদা খাতুন। খিলগাঁও থানার তালতলার রিয়াজবাগ ৬ নং গলির মুন্নির টং (মোমেনার টং) বস্তির বাসিন্দা তিনি।

পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের মমতাজ বেকারির সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নারীকে উদ্ধার করে থানা পুলিশ। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঐ বৃদ্ধার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সিআইডির মাধ্যমে পরিচয় শনাক্তকরণের চেষ্টা করা হয়। কিন্তু জাতীয় পরিচয়পত্র কার্ডের তথ্য অনুযায়ী শনাক্ত করা সম্ভব হয়নি।

পরবর্তীতে সুস্থ হয়ে ঐ বৃদ্ধা জানান, তার নাম জবেদা খাতুন। থাকেন খিলগাঁও থানার তালতলার রিয়াজবাগ ৬ নং গলির মুন্নির টং (মোমেনার টং) বস্তিতে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মেয়ে জুলেখা বেগম ও বস্তির বাড়ির মালিক মোমেনা বেগমের নিকট বৃদ্ধা জবেদা খাতুনকে ফিরিয়ে দেয়া হয়।

এসময় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পক্ষ থেকে বৃদ্ধা জবেদা খাতুনকে কিছু নগদ টাকা ও ফলমূল দেওয়া হয়।

এমএসি/এমজে

Link copied