সীমান্তপথে অবৈধ অস্ত্রের চোরাচালান-বিক্রি, গ্রেপ্তার ৬

পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালান করে ভুয়া লাইসেন্স তৈরির মাধ্যমে অবৈধভাবে বিক্রি ও বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকরি দেওয়া চক্রের মূলহোতা পলাশসহ মোট ছয়কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল দীর্ঘ গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানী বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র্যাবের এ অভিযানে গ্রেপ্তার পলাশসহ ছয়জনই অবৈধ অস্ত্র ব্যবসা ও ব্যবহারের সাথে জড়িত। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/ওএফ