চট্টগ্রামের বোয়ালখালীতে মাদরাসাছাত্রকে মারধর, শিক্ষক গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী নুরীয়া সিদ্দীকীয়া হাফেজখানা ও মীর ছমুদা এতিমখানা মাদরাসায় ৮ বছর বয়সী ছাত্রকে মারধরের ঘটনায় মো. কাউসার (২২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) জায়েদ সারোয়ার আলম মিশকাত নামের শিশুকে মারধরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছেলেকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে মা বেবি আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মায়ের অভিযোগ পেয়ে অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করা হয়। কাউসার বাঁশখালী উপজেলার বইলছড়ি ইউনিয়নের গজারা বাড়ির আলী আকবরের ছেলে।
ওসি মো. আবদুল করিম আরও বলেন, বুধবার রাতে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী নুরীয়া সিদ্দীকীয়া হাফেজখানা ও মীর ছমুদা এতিমখানা মাদরাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানা পরিষ্কার করে ময়লাগুলো বাইরে ফেলতে আসলে শিক্ষক মিশকাতকে কোনো কিছু জিজ্ঞাস না করে বেত দিয়ে মারতে থাকেন। পরে রাতে জ্বর আসে শিশুটির। তার সারা শরীরে বেত দিয়ে মারের চিহ্ন রয়েছে। খবর পেয়ে শিশুটির মা বৃহস্পতিবার দুপুরে মাদরাসায় ছুটে গিয়ে মিশকাতকে মাদরাসা থেকে নিয়ে ডাক্তার দেখান। পরে থানায় এসে অভিযোগ করেন।
এর আগে ১১ মার্চ হাটহাজারী ও ১৬ মার্চ ফটিকছড়িতে দুই শিশু ছাত্রকে মারধরের ঘটনায় দুজন শিক্ষককে গ্রেফতার করেছিল পুলিশ।
কেএম/এইচকে