উত্তরায় সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মার্চ ২০২৩, ০৫:২১ পিএম


উত্তরায় সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

পুলিশের আশ্বাসে বিকেল সোয়া ৪টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা/ ছবি : ঢাকা পোস্ট

রাজধানীর উত্তরা জসিমউদ্দিন এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস কর্মীরা। বুধবার (২৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে বিক্ষোভ করেন ইন্ট্রাকো নামে একটি গার্মেন্টসের তিন শতাধিক কর্মী।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে উত্তরা থেকে টঙ্গী-বনানী ও বাড্ডা থেকে উত্তরা পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয়েছে। পরে বকেয়া বেতন পরিশোধে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হলে বিকেল সোয়া ৪টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

আরও পড়ুন : বিকেল গড়াতেই বেড়েছে যানজট, গাড়িরও সংকট

ডিএমপির উত্তরা বিভাগের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, উত্তরা জসীম উদ্দীন এলাকার ইন্ট্রাকো নামে একটি গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।  উভয় লেন বন্ধ করে বিক্ষোভ করায় দ্রুতই চারদিকে যানজট ছড়িয়ে পড়ে। বেতন-ভাতা পরিশোধে পুলিশের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলে কর্মীরা সড়ক থেকে সরে দাঁড়ান। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

জেইউ/এসকেডি

Link copied