গাবতলীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২৩, ০৩:৩৭ পিএম


গাবতলীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর গাবতলী মোড় এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মো. মাসুদ মিয়া (৪০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা পথচারী মো. ইসমাইল জানান, মাসুদ রিকশা চালিয়ে গাবতলী মোড় এলাকায় যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে মরদেহ। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এফকে

Link copied