প্রস্তুত মঞ্চ, ৬০ বলী অংশ নেবেন প্রতিযোগিতায়

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৩, ০৩:১৮ পিএম


চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলার ১১৪তম আসরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬০ জন বলী। মোট ৩০ রাউন্ড খেলা হবে। খেলায় প্রথম স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হবে ২৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার, তৃতীয় ৮ হাজার এবং চতুর্থ পুরস্কার ৬ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে দেড় হাজার করে দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এসব তথ্য জানান চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও মেলার আয়োজক কমিটির সভাপতি বাবু জহর লাল হাজারী।

তিনি ঢাকা পোস্টকে বলেন, বাঁশের ওপর উঁচু করে বালি দিয়ে মঞ্চ করা হয়েছে। যাতে সবাই দেখতে পারে। মেলায় অংশগ্রহণের জন্য ১০০ বলী আবেদন করে। যাচাই-বাছাই শেষে ৬০ জনকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতিও স্বাভাবিক আছে।

দুপুর ৩টার দিকে ঐতিহাসিক বলী খেলার উদ্বোধন করবেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এদিকে, বলী খেলা উপলক্ষ্যে গতকাল (সোমবার) থেকে বসেছে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা। লালদিঘী মাঠের আশপাশের প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই মেলা বসেছে। মেলায় আসা দোকানে মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি নানা আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, মুড়ি মুড়কি, শীতল পাটি, দা-বটি, ছুরিসহ গৃহস্থালির বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিত। বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়। এ উপলক্ষ্যে তিনদিন ধরে চলে মেলা।

২০২০ ও ২০২১ সালে করোনার কারণে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন হয়নি। সে হিসেবে তিন বছর পর লালদিঘীর মাঠে ফিরছে ঐতিহাসিক জব্বারের বলী খেলা।

এমআর/এমএ

Link copied