পোর্ট সুদান পৌঁছেছেন ৬৫০ বাংলাদেশি, এবার গন্তব্য জেদ্দা

সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৫০ বাংলাদেশি নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন। দুই দফায় মোট ১৩টি বাসে করে পোর্ট সুদান পৌঁছান তারা। সেখান থেকে তাদের জাহাজে করে জেদ্দায় নেওয়া হবে।
সুদান থেকে বাংলাদেশিদের প্রত্যাবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ কর্মকর্তা জানান, প্রথম দফায় ১০টি বাসে পাঁচ শতাধিক বাংলাদেশি পোর্ট সুদান পৌঁছায়। পরে আরও তিনটি বাসে বাকিরাও পোর্ট সুদান পৌঁছেছেন। পোর্ট সুদান থেকে বুধবার জাহাজে করে তাদের জেদ্দায় নেওয়া হবে। জেদ্দা হয়ে তারা দেশে ফিরবেন।
মঙ্গলবার ৬৫০ জন বাংলাদেশিকে নিয়ে ১৩টি বাস দুই দফায় সুদানের খার্তুম থেকে পোর্ট সুদানের দিকে রওয়ানা হয়।
খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের দেওয়া তথ্য বলছে, সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসা আক্রান্ত হয়। রাষ্ট্রদূতের বাসার দেওয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেওয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোক প্রাণ হারানোর কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এনআই/এনএফ