সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা

সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার (২৩ মে) আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক' প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সিরডাপের এটিএম শামসুল আলম মিলনায়তনে (২য় তলা) এই গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া আলোচনায় অংশ নেবেন বিশিষ্টগুণীজনরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালনা করবেন সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব ড. মামুন আল মাহতাব স্বপ্নীল।
জেডএস