বঙ্গবন্ধুর ম্যুরালে বেবিচক চেয়ারম্যানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
শুক্রবার (২৬ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে বাংলাদেশে প্রথমবারের মতো সুউচ্চ ফ্লাগ মাস্টে (২০ফুট /১২ ফুট, যা ভূমি হতে ৯১ ফুট উচ্চতায়) জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এ সময় বিউগল বাজানো হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর বেবিচকের সব কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এমএসি/এসকিড