না ফেরার দেশে প্রকৌশলী রিয়াজত আলী, জানাজা সোমবার

প্রকৌশলী মো. রিয়াজত আলী বাচ্চু মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৫ ডিসেম্বর) ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আগামীকাল সোমবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর খিলগাঁও বটতলা জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে রিয়াজত আলী বাচ্চুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রোববার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (আইবিএফবি)।
রিয়াজত আলী বাচ্চু আউটরাইট গ্রুপ, আউটপেস স্পিনিং মিলস্ লিমিটেড এবং আর এ স্পিনিং মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি মোহামেডান ক্লাবের সংগঠক এবং অষ্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুল ও ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালনা পরিষদের পরিচালক ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে প্রকৌশলী রাজীব হায়দার ও প্রকৌশলী রূবায়েত হায়দার ও কন্যা রেজওয়ানা সিলভী, পুত্রবধূ, জামাতা, দুই নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার বিদেহী আত্মার শান্তির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এসআই/টিএম