অবসরে গেলেন সচিব মু. মোহসিন চৌধুরী

অবসরে গেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মু. মোহসিন চৌধুরী। এর আগে তিনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) ছিলেন।
বুধবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মু. মোহসিন চৌধুরীকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী ৫ জুলাই থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ চলতি বছরের ৬ জুলাই থেকে ২০২৪ সালের ৫ জুলাই পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়।
এসএইচআর/এমজেইউ