ভেজাল খাদ্য তৈরি-মজুত : ৯ প্রতিষ্ঠানকে জরিমানা ২৯ লাখ

রাজধানীর কদমতলী, ঢাকার কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব।
অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১২ জুলাই) দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার কদমতলী, কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে নাজমুল ইসলাম মেটাল হোল্ডিং ফ্যাক্টরিকে এক লাখ টাকা, কিডস্ ফুড ফ্যাক্টরিকে দুই লাখ টাকা, রানি স্টিল মিল ফ্যাক্টরিকে এক লাখ টাকা, জেমস্ বন্ড কোম্পানিকে ১০ লাখ টাকা, হ্যান্ড ফ্রিড পাপেড রাইস ফ্যাক্টরিকে দুই লাখ টাকা, হোসেন মেনুফেকচারার্সকে ৫ লাখ টাকা, বিএসএন ক্যাবল ফ্যাক্টরিকে দুই লাখ টাকা, এডিশন ক্যাবল ফ্যাক্টরিকে চার লাখ টাকা ও প্রধান কনজিউমার প্রোডাক্টসকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতে আনুমানিক এক লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।
জেইউ/এসএসএইচ/