মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শরীফুল গ্রেপ্তার

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. শরীফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
শুক্রবার (১৮ আগস্ট) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে গতকাল রাতে শরীফুলকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। তিনি ২০২০ সালের লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব-৩ এর এ কর্মকর্তা বলেন, শরীফুলকে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চলতি বছরের আগস্ট মাসে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি এলাকা ছেড়ে রাজধানী ও নারায়ণগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
এমএসি/এফকে