কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়ের শিক্ষকদের বেতন চালু করার সুপারিশ

শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়ের শিক্ষকদের বন্ধ হওয়া বেতন চালু করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, কাজী মনিরুল ইসলাম ও মাহমুদ হাসান অংশগ্রহণ করেন।
বৈঠকে সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি হিসাবে শিক্ষার্থীরা যোগ্যতা ও সক্ষমতা প্রদর্শন করতে পারে সে লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। বৈঠকে শিশু কল্যাণ ট্রাস্টের যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে তা চালু করার সুপারিশ করা হয়। কমিটি দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় যে সমস্ত বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে সেগুলোর কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ করে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর/এমএ