ব্রিটিশ ‘শেভেনিং বৃত্তি’ পেলেন ২১ বাংলাদেশি শিক্ষার্থী
চলতি বছর যুক্তরাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্মানজনক বৃত্তি ‘শেভেনিং স্কলারশিপ’ প্রাপ্ত ২১ বাংলাদেশি শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বুধবার (৩০ আগস্ট) ব্রিটিশ হাইকমিশনার বৃত্তি প্রাপ্তদের তার বাসভবনে স্বাগত জানান।
ব্রিটিশ হাইকমিশন জানায়, বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীরা শিগগিরই যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এক বছরের মাস্টার্স ডিগ্রি শুরু করতে বাংলাদেশ ত্যাগ করবেন।
সারাহ কুক বলেন, এ বছর শেভেনিং প্রোগ্রামে যোগদানকারী প্রত্যেককে অনেক অভিনন্দন। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষাদান এবং ডিগ্রি প্রদান করে। পাশাপাশি ব্রিটিশ সংস্কৃতির অভিজ্ঞতা লাভের সুযোগও দেয়। বৃত্তিপ্রাপ্তরা আজীবন বন্ধুত্বও গড়ে তুলবেন এবং একটি প্রাণবন্ত বৈশ্বিক নেটওয়ার্কে যোগ দেবেন, যেখানে বাংলাদেশের ৩৫০ জনেরও বেশি এবং বিশ্বব্যাপী ৫০ হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী রয়েছে৷
ব্রিটিশ হাইকমিশনার বলেন, এ বছর আমি আনন্দিত যে, আমাদের কাছে ১১ জন নারীসহ বাংলাদেশের ২১ জন নতুন স্কলার রয়েছে। আমি আশা করি, ভবিষ্যতে আমরা বাংলাদেশ থেকে আরও স্কলার দেখতে পাব।
এনআই/এসকেডি