গুলশানে ফুডপান্ডার স্টোরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

গ্রাহক পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গুলশানে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গুলশান-২ এর পান্ডা মার্টের স্টোর হাউজ, ডেলিভারি আউটলেটে এ অভিযান চলছে।
আজ দুপুর ১টায় অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।
ইশরাত ছিদ্দিকা বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা ঘুরে ঘুরে এখানকার স্টোরে রাখা খাদ্যপণ্যগুলোর মান যাচাই করে দেখছি।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ গুলশান, বনানী এলাকার রেস্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের খাদ্যের মান যাচাই করতে অভিযানটি পরিচালিত হবে।
এএসএস/এনএফ