দিনেদুপুরে দোকানের তালা ভেঙে সাড়ে ১৭ লাখ টাকা চুরি

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে দিনেদুপুরে একটি দোকানের তালা ভেঙে সাড়ে ১৭ লাখ টাকা চুরির ঘটেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৫৫ মিনিটের মধ্যে (জুমার নামাজের সময়) কৌশলে এই ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় সেদিনই থানায় মামলা দায়ের হলেও রোববার (১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমের সামনে এসেছে।
জানা গেছে, নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের উত্তর ডি-ব্লকের নিচতলার আজিজ এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। এটি মূলত করতোয়া কুরিয়া সার্ভিস ও মোবাইল ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ব্যবসায়ীর ভাগনে মো. জয়নাল আবেদীন কবির ও কর্মচারী মো. আব্দুল মজিদ দোকানে খোলেন। পরে জুমার নামাজের সময় হলে দুপুর দেড়টার মিনিটের দিকে (আনুমানিক) তারা দোকানের শাটার নামিয়ে তালাবদ্ধ করে নামাজের উদ্দেশে পার্শ্ববর্তী মসজিদে যান।
নামাজ শেষে দুপুর ১টা ৫৫ মিনিটে (আনুমানিক) তারা দোকানে ফিরে এসে দেখেন শাটার খোলা এবং দোকানের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে তাদের সন্দেহ হলে ক্যাশ বাক্স খুলে দেখতে পান সেখানে রাখা মোট ১৭ লাখ ৪০ হাজার টাকার কোনো হদিস নেই।
এরপর সেদিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন দোকানের স্বত্বাধিকারী মো. আব্দুল আজিজ।
তিনি বলেন, আমি ও আমার প্রতিষ্ঠানে কর্মরত সবাই নামাজে ছিলাম। হঠাৎ ফোনে আমাকে চুরির ঘটনাটি জানানো হয়। এসে দেখি আমার সব শেষ। নগদ ১৭ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। চোরেরা মাত্র ২৫ মিনিটেই এই কাজ করছে। আমি থানায় মামলা দায়ের করেছি। এই ঘটনার পর আমি মানসিকভাবে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।
অন্যদিকে পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অপরাধীদের ধরতে তদন্ত করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, আমরা ঘটনার সিসি টিভি ফুটেজ পেয়েছি। নিউমার্কেট থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি) বিষয়টি তদন্ত করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
আরএইচটি/কেএ