অসামাজিক কার্যকলাপ, চট্টগ্রামে ৩১ নারী-পুরুষ আটক

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩১ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে থানার বাস টার্মিনাল এলাকার রিগ্যাল প্যালেস নামে হোটেল থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটককৃতদের মধ্যে ১৭ জন নারী ও ১৪ জন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করা হচ্ছে।
এমআর/এমএসএ