টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের গেজেটের বিষয়ে নতুন তথ্য নেই

টেকনোক্র্যাট কোটার তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগপত্রের গেজেটের বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগের গেজেট কবে হবে? এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না। এরকম কোনো নির্দেশনা আমি এখনো পাইনি। আমি আগে যা বলেছি তারপরে আর কোনো নতুন নির্দেশনা আমার কাছে আসেনি।
তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টাও পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টাদের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে আর কোনো তথ্য নেই।
এসএইচআর/কেএ