পেট্রোবাংলার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
মঙ্গলবার (২৬ মার্চ) পেট্রোবাংলা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
এরপর পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন, পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন, পেট্রোবাংলা কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (কেসাক্রীপ) এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুখসানা নাজমা ইছহাকের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মো. রেজাউল আলম, পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) প্রকৌ. মো. কামরুজ্জামান খান, পরিচালক (পরিকল্পনা) মো. আব্দুল মান্নান পাটওয়ারী, পরিচালক (পিএসসি) প্রমুখ।
ওএফএ/এসকেডি