খাদ্য ও চিকিৎসার দাবিতে রাজধানীতে রিকশা মিছিল

বিধিনিষেধের মধ্যে রিকশাচালকদের ওপর চালানো জুলুম-নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে রিকশা মিছিল করা হয়েছে। রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের করা মিছিলটি এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে তারা বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের খাদ্য ও চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।
রোববার (২৫ এপ্রিল) সংগঠনটির শতাধিক কর্মী রাজধানীর জিরো পয়েন্ট রোডে এই মিছিল ও জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। সমাবেশে তারা বলেন, চলমান পরিস্থিতিতে শ্রমজীবী মেহনতি মানুষের ওপর যে সীমাহীন জুলুম-বঞ্চনা চালানো হচ্ছে ক্ষমতাসীন সরকারকে মানুষ তার উপযুক্ত জবাব দেবে। দৈনিক ভিত্তিতে রোজগার করা মানুষ কর্মহীন হয়ে অভুক্ত দিন কাটাচ্ছেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যে লকডাউন চলছে, এতে সরকার শ্রমজীবী মানুষের ন্যূনতম খাদ্যের জোগান নিশ্চিত করার দায়িত্ববোধ করছে না।
তারা বলেন, অন্যদিকে বকেয়া পাওনা ও ইফতারের বিরতি দাবি করায় নির্বিচারে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছে। রাস্তায় অসহায় রিকশাচালকদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে পুলিশ।
বক্তারা আরও বলেন, এই অবস্থায় শ্রমিক-কৃষক-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণের মধ্য দিয়ে এটি গণবিদ্রোহে রূপ নেবে। করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা করা হলেও শ্রমজীবী মানুষে খাদ্য ও চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। উপরন্তু মানুষের জরুরি যাতায়াতের প্রয়োজনে রাস্তায় নামা রিকশা উল্টে রাখা, চালকদের মারধর করাসহ নানান জুলুম-নির্যাতন চলছে। মানুষকে ভাত দেয়ার মুরোদ না থাকলেও সরকার কিল দেওয়ার গোসাইয়ের ভূমিকায় আছে।
সমাবেশ থেকে যেখানেই রিকশাচালকদের ওপর জুলুম-নির্যাতন দেখা যাবে, সেখানেই সম্মিলিতভাবে প্রতিবাদ ও প্রতিরোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদৎ খাঁ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপদেষ্টা শ্রমিকনেতা জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ বাবলু, টিইউসি ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
এমএইচএন/এফআর