রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর কলাবাগান থানার সোনারগাঁও মোড়ে ট্রাকের ধাক্কায় সজীব (১৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার সময় অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
পরে তাকে আহত অবস্থায় রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই সুজন ঢাকা পোস্টকে বলেন, আমার ছোট ভাই গাজীপুরে রিকশা চালাত। গত কয়েকদিন হলো ভালো ইনকাম না থাকায় ঢাকা এসে আবার রিকশা চালানো শুরু করে। আজকে মাকে ফোন দিয়ে বলেছিল, বাসায় যাবে গাজীপুর। কিন্তু তার ফেরা হলো না, ফিরল লাশ হয়ে।
তিনি বলেন, এখানে কোথায় থাকে তাও আমরা জানি না। আজ রাতে একটি ট্রাক ধাক্কা দিলে সে আহত হয়। হাসপাতালে আনলে ডাক্তার বলে সে মারা গেছে।
বর্তমানে গাজীপুর জেলার জয়দেবপুর থানার পূর্বচন্দনা এলাকায় থাকতেন সজীব। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কাটলিপাড়া এলাকায়। পিতার নাম আবুল মিয়ার ছেলে। চার ভাই ও দুই বোনের মাঝে সে ছিল মেজো।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুর ২টায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/এফআর