মোহাম্মদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে মো. আলাউদ্দিন (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিএনসি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রো উত্তরের মোহাম্মদপুর সার্কেলের ইন্সপেক্টর শাহিনুল কবীর। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ থেকে একটি মাদকের চালান রামপুরা আসে। সেখান থেকে ওই আবার চালানটি আলাউদ্দিন নামে মাদক কারবারি মোহাম্মদপুরে ডেলিভারি দিতে আসে। পরে তাকে আমরা আটক করি। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায় তার নামে রাজধানীতে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার ডিবি, র্যাব ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।
এসএএ/জেডএস