ফিলিস্তিনে হামলার তীব্র প্রতিবাদ কাগতিয়া দরবার শরীফের

ফিলিস্তিনে ইসরায়েলিদের হামলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম নগরীর বায়েজিদ গাউছুল আজম সিটির গাউছুল আজম কমপ্লেক্স মসজিদে ঈদের নামাজ শেষে এই প্রতিবাদ জানানো হয়।
এ সময় দরবার শরীফের পক্ষ থেকে ফিলিস্তিনে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধের জোর দাবি জানানো হয় এবং মহান আল্লাহর কাছে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
দরবার শরীফের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযাত্রী হয়ে সবাইকে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জানানো হয়। এছাড়াও নামাজ শেষে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বায়েজিদ আরেফিন নগরের কাগতিয়া মাদ্রাসার নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজের জন্য বিশেষ দোয়া করা হয়। যারা ক্যাম্পাস নির্মাণের জন্য অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের অতি দ্রুত প্রতিশ্রুতির অর্থ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে দেওয়ার অনুরোধ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরক্ষরমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে তথা মাদ্রাসা ক্যাম্পাস নির্মাণে সকলের সর্বাত্মক সহযোগিতা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়।
পবিত্র এ ঈদ জামাতে অংশ নেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা দরবারের অসংখ্য ভক্ত, অনুরাগী ও ধর্মপ্রাণ মুসলমানরা।
নামাজের আগে দরবার শরীফের পক্ষ থেকে অতিথিদের দূরত্ব বজায় রেখে বসা, মাস্ক পরিধান, স্যানিটাইজেশন সহ সব ধরনের স্বাস্থ্যবিধি রক্ষার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, মহামারি করোনাভাইরাস থেকে দেশ ও বিশ্বের সবাইকে হেফাজত, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবদী, শেফায়ে দায়েমী এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এমএইচএস
