চালু হলো এসএ টিভি, চ্যানেল নাইন বন্ধ

বকেয়া বিল পরিশোধ করার পর চালু হলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি। তবে চ্যানেল নাইন বকেয়া পরিশোধ না করায় এখনো বন্ধ রয়েছে।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসএ টিভি আগে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা বকেয়া পরিশোধ করেছে। চ্যানেলটি চালুও হয়ে গেছে।
তিনি আরও বলেন, চ্যানেল নাইন আগামী রোববার বকেয়া পরিশোধ করবে বলে জানিয়েছে। বকেয়া পরিশোধের পরেই চ্যানেলটি চালু হবে।
তিনি ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকলে যেমন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক তেমনি আমাদেরও পদ্ধতি আছে। গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে এ দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
এসএ টিভি খেলাধুলা বিভাগের এক প্রতিবেদকও নিশ্চিত করেছেন, দর্শকরা এখন এসএ টিভি দেখতে পারছেন।
একে/ওএফ