হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে স্পোর্টস ভাইভ গার্মেন্টসের মাল নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুক্তার হোসেন (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাজারীবাগ থানার নতুন কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তার হোসেন রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামের মৃত আতাই শেখের ছেলে।
মুক্তারকে হাসপাতালে নিয়ে আসা গার্মেন্টস মালিকের ছোট ভাই রাহাত জানান, আমার ভাই তানভীরের হাজারীবাগ নতুন কাঁচাবাজার এলাকায় স্পোর্টস ভাইভ নামে একটি গার্মেন্টস আছে। সেখানে মুক্তার হোসেন মাল আনা নেওয়ার কাজ করতেন। আজ মাল নেওয়ার সময় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাজারীবাগ এলাকা থেকে মুক্তার নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, রাহাত নামে এক ব্যক্তি মুক্তারকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি ঘটনার সঠিক তথ্য না দিয়ে মৃত ব্যক্তির নাম ভুল বলেছেন। বর্তমানে তিনি আটক অবস্থায় রয়েছেন।
এসসি/এসএমএইচ