রাজধানীতে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় একটি চারতলা ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ভবন থেকে নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে হাসপাতালে নিয়ে আসা সোহাগ জানান, আদাবর থানার শেখেরটেক ব্রিজের পাশেই একটি চারতলা ভবনের বাইরের দিকে রঙের কাজ করছিলেন ওই ব্যক্তি। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসএএ/বিআরইউ