উত্তরা, নরসিংদী ও কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে উত্তরা, নরসিংদী ও কামরাঙ্গীরচরে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার মিথিলা এন্টারপ্রাইজ, সোহান এন্টারপ্রাইজসহ দুটি নামবিহীন খানাডুলি কারখানার ৩০০ সিএফটির ৪টি বার বার্নার, ৪৫০ সিএফটির ২টি বার বার্নার এবং ৬০০ সিএফটির ২টি বার বার্নারের অবৈধ লাইন কিলিং করা হয়েছে। এ সময় ১টা বুস্টার ও ১২৩ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
এছাড়া তিনটি বিল্ডিংয়ের অবৈধ আবাসিক সংযোগ এবং একটি আবাসিক সংযোগ বাণিজ্যিকভাবে ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২টি চুলার স্ট্যান্ড, ২টি ডাবল বার্নার, ৭ ফুট পাইপ ও ৪টা রেগুলেটর জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
আরেক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজের নেতৃত্বে নরসিংদী এলাকার ছোট রামচন্দ্রী, আলগী, খোসপাড়া, নূরালাপুর, মাধবদী, নরসিংদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৩০০ জন অবৈধ গ্রাহকের ৩০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ১২০০ ফুট ১ ইঞ্চি এবং ৩/৪ ইঞ্চি পাইপ ও প্রায় ২ হাজার ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে একজন গ্রাহককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া উত্তরার আব্দুল্লাহপুর ব্রিজের ঢালে আল্লাহর দান হোটেল নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
ওএফএ/এমএ