এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করলো কারা?

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন। এদিন ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্যবইয়ে গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে পাল্টা কর্মসূচি পালন করতে যান। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ ছাত্র-জনতার ৮ জন আহত হন।
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন- অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম।
সেদিন কী হয়েছিল?
বুধবার বেলা ১২টার দিকে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ও ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারধারীরা মুখোমুখি হয়। এ সময় হাতাহাতি হয় তাদের মাঝে। প্রথমে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে ফেলে। এসময় দুপক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। দুপুর ১টার দিকে আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা মানুষের ওপর হামলা চালানো হয়। এই হামলার বেশ কয়েটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যায় লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হচ্ছে।
আরও পড়ুন
কার কী দাবি ছিল?
কর্মসূচিতে পাঁচ দফা দাবি তুলে ধরেন স্টুডেন্ট ফর সভরেন্টির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব মজুমদার। দাবির মধ্যে রয়েছে- অবাঙালিদের (ক্ষুদ্র জাতি-গোষ্ঠী) আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো বই পুস্তক ছাপানো যাবে না, লেখালেখি করা যাবে না, কোনো নাটক-সিনেমা বা গল্পকাহিনী রচনা করা যাবে না। বাঙালিদেরই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর (অবাঙালি) ‘আদিবাসী’ বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার দাবি হলো, আগের গ্রাফিতিটি পাঠ্য বইয়ে পুনর্বহাল করা।
এনসিটিবি’র সামনে কর্মসূচি পালন করতে যাওয়া অলিক মৃ বলেন, তার বিরুদ্ধে ‘মব’ তৈরি করা হয়েছে। ওই গ্রাফিতি পুনর্বহাল করতে হবে।
আহতদের মধ্যে রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বলে ফেসবুকে এক পোস্টে জানান সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা।
তিনি বলেন, স্টুডেন্ট ফর সভরেন্টির হামলায় রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসা বলেন, এটা ‘মব’ বাহিনীর হামলা। তারা আগে থেকেই সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিল।
‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ যাত্রাকালে ছাত্রলীগের একাধিক কর্মী জড়িত ছিলেন বলে জানা যায়। এই সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সৈয়দ রেজাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নিজেদের ১৬ জন আহত হয়েছে বলে দাবি করে। সংগঠনটির আহ্বায়ক জিয়াউল ইসলাম গণমাধ্যমকে এক প্রশ্নের জবাবে বলেন, আমরা তাদের ওপর হামলা চালাইনি। তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।
সমালোচনার মুখে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ
গত রোববার (১২ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলন ও সমালোচনার মুখে নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ইতোমধ্যে এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া এই বইয়ের সেই গ্রাফিতি বাদ দিয়ে নতুন একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছে।
এমএসএ