সংশোধন হচ্ছে বীজ আইন ২০১৮

বীজ প্রত্যয়ন এজেন্সিকে শক্তিশালী করার জন্য বীজ আইন, ২০১৮ সংশোধনের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ সমন্বয় সভায় এ নির্দেশ দেওয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
সভায় বীজ প্রত্যয়ন এজেন্সিকে শক্তিশালী করার জন্য প্রয়োজন হলে বীজ আইন, ২০১৮ সংশোধনের কার্যক্রম ত্বরান্বিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মহাপরিচালক (বীজ অনুবিভাগ) প্রধান বীজতত্ত্ববিদকে বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন।
আরও পড়ুন
সভায় প্ল্যান্ট ভ্যারাইটি প্রটেকশন অ্যাক্ট প্রণয়নের বিষয়ে উদ্যোগী হতে বলা হয়েছে। মানহীন বীজ বিক্রয়, বিপণন, মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
লাইসেন্স দেওয়া বীজ কোম্পানির সংখ্যা এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণপূর্বক প্রতিবেদন সমন্বয় সভায় উপস্থাপন করার কথাও বলা হয়েছে।
এমএম/এসএসএইচ