শিক্ষার্থীদের ৪৪% পড়ছে নিজস্ব অর্থায়নে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সরেজমিন রাতের ঢাকা: পুলিশের তল্লাশি, টহল কাগজেই
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটটি বিভাগ থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো তথ্য বলছে, রাজধানীতে দিন ও রাত মিলিয়ে এক দিনে পুলিশের অন্তত ৫০০ থেকে ৫১০টি টহল দল কাজ করে। এর মধ্যে রাতে টহল দল থাকে অন্তত ২৫০টি। টহল দলগুলো এক দিনে ১২০টির (দিন ও রাত) মতো তল্লাশিচৌকি (চেকপোস্ট) পরিচালনা করে। বেশি পরিচালনা করা হয় রাতে।
যুগান্তর
নৌরুট নয় তবুও ৩৪২ কোটি টাকার খনন প্রকল্প
সরকার ঘোষিত কোনো নৌরুট নয়। যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করে না বললেই চলে। কাছাকাছি উজানে নেই নদীবন্দর এবং স্থলবন্দর। চলে গ্রামীণ ছোটখাটো নৌযান। শুষ্ক মৌসুমেও পানির গভীরতা থাকে ৩.৫-৪ ফুট।
এমন নদী খননে বাস্তবায়ন করা হচ্ছে ৩৪২ কোটি ২৬ লাখ টাকার একটি প্রকল্প। নৌরুট নয় এরপরও কার্যপরিধি লংঘন করে এটি বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ। এত বড় অঙ্কের টাকার প্রকল্প নেওয়ার আগে সমীক্ষা করার নিয়ম থাকলেও তা অনুসরণ করেনি সংস্থাটি। ঠিকাদার নিয়োগেও হয়েছে কারসাজি। তবে এসব কাজের সঙ্গে জড়িতরা অধরাই রয়েছেন।
কালের কণ্ঠ
দেশের অগ্রসরমান অর্থনীতিতে একক পণ্যনির্ভর বস্ত্র ও পোশাক খাত। ৮৩ শতাংশের বেশি রপ্তানি আয়ের উৎস এই খাত। রপ্তানি পণ্যের প্রয়োজনীয় কাঁচামাল সুতা ও কাপড়ের উল্লেখযোগ্য অংশের জোগান দিয়ে থাকে দেশের বস্ত্রকলগুলো।
রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে জোগান দেওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে আসছে এসব কারখানা।
বিগত সরকারের নানা অনিয়ম-দুর্নীতির বিরূপ প্রভাব অন্যান্য খাতের মতো বস্ত্র খাতেও পড়েছে। পাশাপাশি দেশি-বিদেশি ষড়যন্ত্রে বর্তমানে এ খাতটি মহাসংকটে পড়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আন্তর্জাতিক চালে আটকে গত কয়েক বছরে অসংখ্য টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে সুতাকলগুলোও।
মানবজমিন
রক্ত নিয়ে চলছে জমজমাট বাণিজ্য। এ বাণিজ্যে জড়িত একাধিক চক্র। যারা রোগীর জীবন-মৃত্যুকে নিয়ে খেলা করে। রোগীর অসহায় স্বজনদের জিম্মি করে ভেজাল রক্ত গছিয়ে দেয়। বিনিময়ে হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। দুর্ঘটনায় আহত, ক্যান্সার, সন্তান প্রসব, থ্যালাসেমিয়া বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। কিন্তু এক ব্যাগ রক্ত জোগাড় করতে স্বজনদের পোহাতে হয় নানা ঝক্কি-ঝামেলা। কেউ কেউ স্বজনদের কাছে রক্ত পেলেও অনেককেই আশ্রয় নিতে হয় হাসপাতাল কিংবা ব্লাড ব্যাংকের উপর। দেশের নামিদামি ব্ল্যাডব্যাংকগুলো এক্ষেত্রে কঠোর থাকলেও বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা ব্লাডব্যাংক নেয় অনিয়মের আশ্রয়। তারা কখনো এক ব্যাগ রক্তের সঙ্গে স্যালাইন মিশিয়ে তিন ব্যাগ করে বিক্রি করে। আবার তাদের নিয়মিত রক্তদাতারা বেশির ভাগই মাদকাসক্ত। আবার বহুদিনের পুরনো রক্তও অহরহ বিক্রি করছে তাজা বলে। এ অবস্থায় রক্ত এখন যেন এক বিষের নাম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, রক্তের সঙ্গে প্রতারণা করে যদি দূষণযুক্ত কোনো কিছু মেশায় তাহলে সেটি রোগীর শরীরে বিপরীত প্রতিক্রিয়া, পার্শ্বপ্রতিক্রিয়াসহ নানা জটিলতা দেখা দেয়। এতে মারাত্মক বিপর্যয় ঘটে। রোগী আক্রান্ত হতে পারে মরণঘাতী রোগে। যারা মাদকাসক্ত তাদের একটি বড় অংশ ইনজেকশনের সাহায্য মাদক গ্রহণ করে। একটি ইনজেকশনের সিরিঞ্জ অনেকে ব্যবহার করে। তাই স্বজনদের উচিত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করা। এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশে বছরে আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় ছয় থেকে সাড়ে ছয় লাখ ব্যাগ। সংগ্রহকৃত রক্তের মাত্র ৩০ শাতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের থেকে। এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। রক্তদাতাকে থাকতে হবে ভাইরাসজনিত রোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং চর্মরোগ মুক্ত। তিন মাস পর পর একজন দাতা রক্ত দিতে পারবেন।
দেশ রূপান্তর
রাতের ভোটখ্যাত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু ভয়াবহ এই ভোটাধিকার জালিয়াতির কুশীলব কারা? ক্ষমতা ধরে রাখতে তৎকালীন আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনা ছিলেন মরিয়া। আর গণতন্ত্র হত্যার মতো নির্দেশনাকে মেনে তা বাস্তবায়ন করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিলেন পুলিশ, প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
রাতের ভোটের কুশীলবদের একটি তালিকা করা হয়েছে। আর এ তালিকায় সবচেয়ে বেশি ৬৭৭ জন পুলিশ সদস্য। জেলা প্রশাসক ও ইউএন রয়েছেন ৩৬৪ জন। রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের নামও। এর মধ্যে ১৮৭ পুলিশ কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আমেরিকা, লন্ডন, দুবাই ও ভারতে।
কালের কণ্ঠ
দেশে সব ধরনের কৃষিশস্যের উৎপাদন ১০ কোটি টন!
সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে চালের উৎপাদন হয়েছে প্রায় চার কোটি সাত লাখ টন। কিন্তু মার্কিন কৃষি বিভাগ বলছে, বাংলাদেশে চালের উৎপাদন ৩৭ লাখ টন বাড়িয়ে দেখানো হচ্ছে। গত মৌসুমে চালের প্রকৃত উৎপাদন ছিল তিন কোটি ৭০ লাখ টন। শুধু চাল নয়, প্রায় প্রতিটি কৃষিশস্যের ক্ষেত্রে উৎপাদনের তথ্য বাড়িয়ে দেখানোর প্রবণতা রয়েছে সরকারের বিভিন্ন সংস্থার।
সমকাল
ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে নির্বাচনে দেখতে চায় না। বিএনপি আগের মতোই সিদ্ধান্তের ভার জনগণের বললেও আওয়ামী লীগের অবস্থানে এসেছে নাটকীয় বদল। ক্ষমতাচ্যুত দলটি ১৪ বছরের বক্তব্য পাল্টে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছে। অন্তর্বর্তী সরকার, ছাত্র নেতৃত্ব ও জামায়াতে ইসলামীর প্রতি কঠোর মনোভাব দেখালেও বিএনপির প্রতি নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ।
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে দমনে কথা বললেও এখন একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের ইচ্ছার জানান দিচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং ছাত্রদের দল গঠন নিয়ে কথা বলার পর আওয়ামী লীগও সেটাতে তাল দিচ্ছে। বিএনপির মতো করে বলছে, জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার করবে। এ প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেই দিয়েছেন, বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে।
প্রথম আলো
চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের নিজস্ব কোনো ভবন নেই। চিকিৎসাশিক্ষায় পাঠদানের জন্য নেই প্রয়োজনীয় শিক্ষক। ছাত্রছাত্রীদের থাকার জন্য কোনো আবাসনসুবিধা নেই। হাতে–কলমে শেখার জন্য নেই ল্যাবরেটরি। পড়াশোনা করার মতো লাইব্রেরি নেই। সাত বছর ধরে ১১টি কক্ষ নিয়ে চলছে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ। এই কলেজে ২৫০ জন শিক্ষার্থী আছেন। এ বছর আরও ৭৫ শিক্ষার্থী ভর্তি হতে চলেছেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করে। ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ শুরু করেছে। কিন্তু হাসপাতালে এসব নবীন চিকিৎসক দরকারি প্রশিক্ষণ পাচ্ছেন না। অসম্পূর্ণ প্রশিক্ষণ নিয়ে তাঁদের ইন্টার্নশিপও শেষ হবে। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা ছাড়াই একদল চিকিৎসক দেশের স্বাস্থ্যব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছেন।
আরও পড়ুন
ইত্তেফাক
৩০০ কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট!
কাগজের কৃত্রিম সংকট সৃষ্টি করে হাতিয়ে নেওয়া হচ্ছে ৩৪৫ কোটি টাকা! আন্তর্জাতিক বাজারে কাগজের মূল্য বাড়েনি। তার পরও চলতি বছর দেশের কাগজের মিল মালিকরা দফায় দফায় বাড়িয়েছেন কাগজের মূল্য। পাঠ্যবই ছাপানোর মৌসুমে গত এক মাসের ব্যবধানে প্রতি টন কাগজের মূল্য বেড়েছে কমপক্ষে ৩০ হাজার টাকা। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে ৪০ কোটির বেশি পাঠ্যবই ছাপাতে প্রয়োজন ১ লাখ ১৫ হাজার টন কাগজ। সে হিসাবে কাগজ মিলের মালিকরা ঐ বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বণিক বার্তা
শিক্ষার্থীদের ৪৪% পড়ছে নিজস্ব অর্থায়নে
দেশে প্রাথমিক পর্যায়ের মোট শিক্ষার্থী ১ কোটি ৯৭ লাখের কিছু বেশি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১০ লাখের কাছাকাছি। বাকিরা পড়াশোনা করছে বেসরকারিভাবে স্থাপিত প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অবৈতনিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে ৫৫ দশমিক ৭ শতাংশ। বাকি ৪৪ শতাংশের বেশি শিক্ষার্থীর প্রায় সবাই পড়াশোনা করছে নিজস্ব অর্থায়নে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে।
কালের কণ্ঠ
দেশে গত বছরের শেষ পাঁচ মাসে এক হাজার ৫৬৫ জন খুন হয়েছে। এতে প্রতি মাসে গড়ে খুন হয়েছে ৩১৩ জন। এ সময় হামলাকারীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে দেড় সহস্রাধিক মানুষ আহত হয়। পুলিশ সদর দপ্তর, হাসপাতাল ও হতাহতের পরিবার সূত্রে এসব তথ্য জানা যায়।
চলতি বছরের শুরুতেও এই অপরাধমূলক ঘটনা অব্যাহত রয়েছে। চলতি জানুয়ারি মাসের ২৫ দিনে দেশে প্রতিদিন একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা গেছে।
মানবজমিন
যেভাবে ফারইস্ট লুট করে নজরুল খালেক গং
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। একসময় গ্রাহক চাহিদার সর্বোচ্চ পর্যায়ে থাকলেও আজ বীমার টাকা দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। আর এই সবই হয়েছে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, এম এ খালেকসহ বেশ কিছু কর্মকর্তার দুর্নীতির কারণে। কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্লাহ, ব্যাংকিং ইনচার্জ শেখ আব্দুর রাজ্জাক, কোম্পানি সেক্রেটারি এম এ আজিজ, অডিট হেড কামাল হোসেন হাওলাদার, আইটি হেড মাজেদুল ইসলাম, হিসাব ইনচার্জ কামরুল হাসান খান, উন্নয়ন কর্মকর্তা নূরুল্লাহ সিদ্দিকী ও নজরুল ইসলামের পিএস আজহারুল ইসলামের যোগসাজশে বাজারমূল্যের চেয়ে বেশি দামে জমি কেনা, বিভিন্ন ব্যাংকে থাকা ফারইস্টের মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট (এমটিডিআর) বন্ধক রেখে পরিচালকদের ঋণ নেয়া এবং ক্ষতিকর বিনিয়োগ করে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তারা। যার হিসাব দিতে না পেরে দুদকসহ একাধিক মামলার আসামি হয়েছেন নজরুল-খালেক গং।
প্রথম আলো
পার্বত্য এলাকায় ১১৯টি অবৈধ ইটভাটা
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নটি পাহাড় বন জঙ্গলে ঘেরা। পাহাড় বা বনের আধা কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন অবৈধ হলেও ইউনিয়নটির তিন বর্গকিলোমিটারের মধ্যে দেখা যায় ৩৬টি চুল্লি। ধোঁয়া উঠছে সব সময়। পুড়ছে বনের কাঠ। ইটভাটার উত্তাপ আর ধুলার যন্ত্রণায় অতিষ্ঠ পার্শ্ববর্তী দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।
ছোট এলাকার মধ্যে এতগুলো ইটভাটা দেশের আর কোথাও নেই বলছে পরিবেশ অধিদপ্তর। তবে শুধু ফাইতং নয়, পুরো পার্বত্য এলাকায় রয়েছে এ রকম ১১৯টি অবৈধ ইটভাটা। বান্দরবানের ৪৪টি ইটভাটার ৩৬টি ফাইতংয়ে। এ ছাড়া রাঙামাটিতে ২৯টি এবং খাগড়াছড়িতে আরও ৪৬টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় প্রতিবছর অভিযান চালানো হয়। কিন্তু স্থায়ীভাবে উচ্ছেদ করা হয় না। পাহাড়ে যুগ যুগ ধরে এসব ভাটা চলছে।
কালবেলা
‘নাই’ প্রতিষ্ঠানের ৯৬ হিসাবে লেনদেন ৬০০ কোটি টাকা
বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, যার কোনোটির ঠিকানা মিরপুর, কোনোটির বাড্ডা আবার কোনোটি রাজধানীর পুরান ঢাকায়। ধরন হিসেবে এগুলোকে কাপড়ের ব্যবসা, ওড়না, থ্রি-পিস ও শাড়ির পাইকারি এবং খুচরা ব্যবসা বা ঠিকাদারি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নামে থাকলেও ঠিকানা অনুযায়ী গিয়ে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অস্তিত্ব না থাকা এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকের ৯৬টি হিসাবে প্রায় ৫৮২ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য মিলেছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (ডিইএ) এজেন্ট পরিচয়ে দেশটির এক নাগরিকের ২ লাখ ২২ হাজার ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে গোলাম সারওয়ার ও ওয়াহিদুজ্জামান নামে দুই বাংলাদেশির সংশ্লিষ্টতার তথ্য পায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। পরে তারা বিষয়টি বাংলাদেশকে জানালে অনুসন্ধানে নামে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ)। তারা তদন্ত করতে গিয়ে প্রথমে এই চক্রের লেনদেন সংক্রান্ত পাঁচটি বাংলাদেশি ও দুটি বিদেশি ব্যাংক হিসাবের তথ্য পায়। পরে এসব হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট আরও ৯৬টি হিসাবে ৫৮২ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য মেলে। আর যেসব অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাবগুলোর সন্ধান মিলেছে, তার সবগুলোর মালিক হিসেবে উঠে এসেছে ঢাকার তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী ও মা গোল্ড হাউস নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনীন্দ্রনাথ বিশ্বাসের নাম।
এছাড়া তারেক রহমান / নির্বাচন বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিস্টদের; আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ; মাহফুজ আলম / আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না; মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি জানে না ক্রেতা প্রতিষ্ঠান—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।