আর কাউকে যেন জীবন দিতে না হয় : শহীদ আবু সাঈদের মা

জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেছেন, রাষ্ট্রকে এমভাবে সংস্কার করতে হবে যেন অধিকার আদায়ের কথা বলায় আমার সন্তানের মতো আর কাউকে জীবন দিতে না হয়।
গতকাল শনিবার নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
পরে তারা শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম ও ছোটভাই আবু হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন প্রতিনিধি দলের সদস্য মো. শফিউর রহমান, মো. মামুনুর রশীদ, মো. ওমর ফারুক ও তারেক হোসেন।
মনোয়ারা বেগম জানান, সরকার এখন পর্যন্ত এককালীন পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এ ছাড়া আরও সহায়তা দিতে সরকারি কর্মকর্তারা কাগজপত্র নিলেও এখনো তারা কিছু পাননি।
তবে মনোয়ারা বেগম ছেলে আবু সাঈদের কথা বলে কান্নায় ভেঙে পড়ে বলেন, সহযোগিতার চেয়ে আমাদের বড় চাওয়া হলো এমনভাবে দেশ গড়া হোক যেন আর কোনো আবু সাঈদকে অধিকার চাওয়ার জন্য জীবন দিতে না হয়।
এসময় মো. শফিউর রহমান বলেন, জুলাইয়ের শহীদরা যে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আত্মদান করেছেন তা বাস্তবায়নে কাজ করবে জাতীয় বিপ্লবী পরিষদ।
তিনি বলেন, জুলাই বিপ্লবের সাধারণ ছাত্রজনতার দল জাতীয় বিপ্লবী পরিষদ সব সময় শহীদ পরিবারের প্রয়োজনে পাশে থাকবে।
এমএ