মশায় অতিষ্ঠ জনজীবন

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের আমদানি দ্রুত বাড়ছে। গতকাল শুক্রবার শেষ হওয়া জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। কিছু ক্ষেত্রে আমদানি রোজার চাহিদাকে ছাড়িয়ে গেছে।
আমদানিকারকেরা বলছেন, ফেব্রুয়ারি মাসজুড়ে আরও নিত্যপণ্য আমদানি হবে। ফলে সরবরাহ বাড়বে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বড় কয়েকটি শিল্প গ্রুপের আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা ছিল। এখন দেখা যাচ্ছে, পুরোনো আমদানিকারকদের কেউ কেউ নতুন করে সক্রিয় হয়েছেন। নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান নিত্যপণ্য আমদানিতে যুক্ত হয়েছে। ফলে কোনো সমস্যা হয়নি।
আজকের পত্রিকা
ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক
হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি জমিয়েছেন বিদেশে। পাওনা টাকা উদ্ধার নিয়ে এখন ব্যাংকগুলো রয়েছে দুশ্চিন্তায়।
জানা যায়, গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আলম আহমেদ মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড ও হাবিব হোটেল ইন্টারন্যাশনালের নামে ২০১৬-১৮ সময়ে রাষ্ট্রায়ত্ত জনতা এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সব মিলিয়ে ৭২৫ কোটি টাকা ঋণ নেন। কিন্তু সেই ঋণের এক টাকাও পরিশোধ করেননি। বরং একাধিকবার ঋণ পুনঃ তফসিল করা হয়েছে। তারপরও সেই ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে। খেলাপি হিসেবে পরিণত হওয়ার পর সুদাসল মিলিয়ে তাঁর কাছে তিন ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৩ কোটি টাকা।
দেশ রূপান্তর
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের মতামত দিতে শুরু করেছে। এর আগে ভারত ছাড়া আর কেউ দ্রুত নির্বাচনের কথা না বললেও এখন প্রায় সব পক্ষই চায় দ্রুত নির্বাচন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীর সরকারকে সবচেয়ে বেশি সমর্থন দেওয়া দেশ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারাও দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে মতামত দিচ্ছে। পাশাপাশি দাতা সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকেও নানাভাবে নির্বাচিত সরকারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তারা চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরুক। এ নিয়ে তারা বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে।
কালের কণ্ঠ
প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া নিয়ে এই ফেব্রুয়ারিতে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত থাকতে পারে। রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন দল গঠন করা হলে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ হবে। আর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিপক্ষের শক্তিগুলো সক্রিয় হলে রাজপথে উত্তেজনা ছড়াতে পারে। ফলে রাজনৈতিক নানা ঘটনার কারণে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
যুগান্তর
স্বৈরাচারের ৫৭২ দোসর জামিনে মুক্ত
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রাজধানীর ৫০টি থানায় অসংখ্য মামলা হয়েছে। এর মধ্যে ২২৫টিকে বিশেষ মামলা হিসাবে বিবেচনায় নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষপর্যায়ের নেতা, সাবেক-বর্তমান আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎকালীন পদস্থ কর্মকর্তা, বিতর্কিত ব্যবসায়ীসহ ভিআইপিদের আসামি করা হয়েছে। হেভিওয়েটদের পাশাপাশি প্রতিটি মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিদের অনেকেই গ্রেফতার হয়েছেন। কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছেন তারা। বিশেষ মামলাগুলোর মধ্য থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন ৫৭২ জন। এসব মামলাসংক্রান্ত এক প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। এ প্রতিবেদনটি সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
সমকাল
পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর
সরকারি প্রতিষ্ঠানের ঘুষ-দুর্নীতি প্রতিরোধে ‘গুন্ডা প্রতিরোধ বাহিনী বা অ্যান্টিগুন স্কোয়াড’ গঠনের সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স। তাদের দীর্ঘ মেয়াদের সুপারিশে সরকারি প্রতিষ্ঠান কার্যকর করতে দক্ষ ও যোগ্য টেকনোক্র্যাট নিয়োগের মাধ্যমে পেশাদার নেতৃত্ব প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।
গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে টাস্কফোর্সের ৫৫০ পৃষ্ঠার প্রতিবেদন তুলে দেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের হাত ধরে যে সংস্কার শুরু হয়েছে, তা কার্যকর ও টেকসই করতে তরুণ সমাজকে কাজে লাগানোরও সুপারিশ রয়েছে প্রতিবেদনে।
দেশ রূপান্তর
অবৈধ বালু উত্তোলন ও নৌযানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে মুন্সীগঞ্জের মেঘনায় ভয়ংকর হয়ে উঠেছে ডাকাত বাহিনী। একাধিক ডাকাত বাহিনীর বিচরণে রাতের মেঘনা ভয়াল রূপ ধারণ করেছে। জেলা সদরে এবং গজারিয়া উপজেলার মেঘনা জুড়ে চলছে গোলাগুলি; খুনোখুনিও হচ্ছে। রাতের মেঘনায় স্পিডবোটে মহড়া দিতে গিয়ে নৌ-দুর্ঘটনায় মারা পড়ছে ডাকাত দলের সদস্যরা। রহস্যজনক হত্যাকা-ও ঘটছে। মেঘনার জলরাশি রক্তাক্ত হচ্ছে।
মানবজমিন
পাঁচ মাসে ১২টি দলের আত্মপ্রকাশ
আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ১২টি ‘দল’ আত্মপ্রকাশ করেছে। পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজনীতির মাঠে আসা এসব দলের লক্ষ্য ও উদ্দেশ্য যদিও এখন পর্যন্ত পরিষ্কার নয়। এমনকি মাঠেও চোখে পড়ার মতো কোনো কার্যক্রম নেই। লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যাও নেই এসব দলের। এ কারণে এসব দলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা।
আজকের পত্রিকা
বিএনপির জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, আ.লীগ আমলের অপরাধের বিচার ও দ্রুত নির্বাচনে গুরুত্ব
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং লুণ্ঠনের অপরাধের দ্রুত বিচারের অভিপ্রায়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ঘোষণাপত্রে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার পাশাপাশি চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার কথাও স্বীকার করা হয়েছে।
কালের কণ্ঠ
শীতের শেষ পর্যায়ে রাজধানীতে বাড়তে শুরু করেছে কিউলেক্স মশার উপদ্রব। দিনে কিছুটা কম থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয়ে মশার এই অসহনীয় উপদ্রব, অব্যাহত থাকে সারা রাত। রাজধানীবাসীর অভিযোগ, মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের বস্তুত কার্যকর কোনো উদ্যোগ নেই। মাঝেমধ্যে ওষুধ ছিটালেও তা কাজে আসছে না।
প্রথম আলো
শেষ হয়েও হলো না শেষ, কারখানা স্থাপনে অনাগ্রহ
নানা জটিলতা শেষে গত বছরের মে মাসে মুন্সিগঞ্জের গজারিয়ায় ওষুধশিল্প পার্কের জন্য গ্যাসের বিতরণ লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। এরপর সেখানে কারখানা স্থাপন করা একাধিক প্রতিষ্ঠান গ্যাস সরবরাহের জন্য আবেদন করে। কিন্তু আট মাসের বেশি সময় পার হলেও এখনো গ্যাস পায়নি কোম্পানিগুলো।
গ্যাস না থাকায় কারখানা স্থাপন করা প্রতিষ্ঠানগুলো এখন বিদ্যুৎ ও ডিজেলচালিত জেনারেটর দিয়ে উৎপাদনকাজ চালাচ্ছে। তাতে উৎপাদন খরচ বেশি পড়ছে। এপিআই শিল্পপার্কে গ্যাস–সংযোগের কাজ করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন।
যুগান্তর
শুধু মন্ত্রী, এমপি ও আওয়ামী আদর্শের রাজনীতিক নন। সরকারের বিশেষ কোটায় রাজউকের প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িচালক (ড্রাইভার) এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অফিস সহকারীরাও (পিওন)। এছাড়া হাসিনা সরকার বিশেষ আস্থাভাজন বিবেচনায় বিচারপতি, আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিকে ইচ্ছামতো প্লট বরাদ্দ দেয়। রাষ্ট্রীয় বিশেষ অবদানের কোটায় প্লট দেওয়া হলেও বেশির ভাগ ক্ষেত্রে প্রাধান্য পায় ‘রাজনৈতিক আনুগত্যের বিবেচনা’।
সমকাল
বদলি বাণিজ্যে ড্যাব নেতারা সাড়ে ৩ হাজার চেয়ার বদল
জুলাই গণঅভ্যুত্থানের ছয় মাস পেরোলেও শৃঙ্খলা ফেরেনি স্বাস্থ্য অধিদপ্তরে। নিয়মিত কাজের বাইরে বিভিন্ন পর্যায়ে বদলি-পদায়ন এখনও চলছে। ৫ আগস্টের পর প্রতিদিন স্বাস্থ্যের বিভিন্ন পদে আসছে নতুন মুখ। গত ছয় মাসে বদলি ও পদায়ন পেয়েছে ঝড়ের গতি। এ সময়ে ৩ হাজার মেডিকেল অফিসার ও ৫০০ কর্মচারীর চেয়ার রদবদল করা হয়েছে। এত স্বল্প সময়ে অতীতে এমন বদলি হয়নি অধিদপ্তরে। বদলি হওয়া অনেক চিকিৎসক জেলা-উপজেলা পর্যায়ের কর্মস্থলে যোগ দেননি। নতুন করে উপজেলা পর্যায় থেকে আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের ঢাকায় আনা হচ্ছে। এসব কর্মকাণ্ডে উপজেলা পর্যায়ে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
কালবেলা
ব্যবসা-বাণিজ্য তলানিতে অর্থনীতিতে বাড়ছে চাপ
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার কোটি টাকা। আয় কমে যাওয়ায় ব্যয় কমানোর পরিকল্পনা করছে সরকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার প্রায় পাঁচ অর্থবছরের মধ্যে এবারই সবচেয়ে কম। পাশাপাশি ব্যাংকের উচ্চ সুদহারের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেমন কমেছে, তেমনি অর্থনৈতিক টানাপোড়েনের কারণে বিদেশি বিনিয়োগ গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিনিয়োগ কমায় মূলধনি যন্ত্রপাতির আমদানিও কমেছে। সব মিলিয়ে দেশের সার্বিক অর্থনীতিতে প্রতিনিয়ত চাপ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এছাড়া ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির; বেইজিংকে জানিয়েছে ঢাকা / প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে অনিশ্চয়তা; ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন ভ্রমণ; নারী কর্মীদের মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ; সংশোধনের গোলকধাঁধায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।